ভূমিকম্পজনিত দূর্যোগ ঝুঁকি হ্রাস: প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার
11
Mar
2023
2hr
Council Hall, IEB Headquarter., Ramna, Dhaka -1000
সুধী,
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরের উদ্যোগে আগামী ১১ মার্চ, ২০২৩ খ্রি., শনিবার বিকাল ০৪:০০ টায়
আইইবি সদর দফতর, রমনা, ঢাকার কাউন্সিল হল-এ ভূমিকম্পজনিত দূর্যোগ ঝুঁকি হ্রাস: প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
আইইবি সদর দফতর, রমনা, ঢাকার কাউন্সিল হল-এ ভূমিকম্পজনিত দূর্যোগ ঝুঁকি হ্রাস: প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রাক্তন প্রেসিডেন্ট, আইইবি সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মেহেদী আহমেদ আনসারি, অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েট এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ভূমিকম্প বিশেষজ্ঞ, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর, চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ, আইইবি, ব্রিগ্রে. জেনা. (অবঃ) ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান, ন্যাশনাল কনসালটেন্ট, আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট, ইউএনডিপি, বাংলাদেশ এবং ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ হেলালী, প্রকল্প পরিচালক, আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট, রাজউক পার্ট সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
সেমিনারে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
উক্ত সেমিনারে আপনি সাদরে আমন্ত্রিত।

