SEMINAR ON "Food Fortification and it's Necessity to Address Micronutrient Malnutrition."
13
May
2025
5.30 PM -7.30PM
Seminar Room, 1st Floor (Old Building), IEB HQ, Ramna, Dhaka.
সুধী,
কৃষিকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আগামী ১৩ মে ২০২৫ খ্রি. মঙ্গলবার, বিকাল ৫:০০ টায়, সেমিনার হল, পুরাতন ভবন (২য় তলা), আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় "Food Fortification and it's Necessity to Address Micronutrient Malnutrition." শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
ড. প্রকৌশলী এম. বোরহান উদ্দিন, অধ্যাপক (অবঃ), খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি এবং অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রকৌশলী মো: গুলজার আহম্মেদ, কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার, ফুড ফর্টিফিকেশন, টেকনোসার্ভ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন।
প্রকৌশলী গোলাম মাওলা, চেয়ারম্যান, কৃষিকৌশল বিভাগ, আইইবি সেমিনারে সভাপতিত্ব করবেন। উক্ত সেমিনারে আপনি সাদরে আমন্ত্রিত।