11 Jun, 2022

আইইবি সদস্যদের জ্ঞাতার্থে



ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র সম্মানিত সদস্যদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, যে সকল আইইবি'র ডিফল্টার সদস্যদের ২ (দুই) বা ততোধিক বছরের মেম্বারশিপ চাঁদা বকেয়া আছে, তারা ১ (এক) বছরের বকেয়া চাঁদা ও পুনঃভর্তি ফি প্রদানের মাধ্যমে সদস্যপদ নবায়ন করতে পারবেন। এছাড়াও আজীবন মেম্বার/ফেলো হওয়ার ক্ষেত্রে ২৫% বিশেষ ছাড় এর সুযোগ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, এই বিশেষ সুবিধা ৩১ জুলাই ২০২২ খ্রি. পর্যন্ত বহাল থাকবে।


Download