"Load and Integrity Testing of Cast-In-Situ Bored Pile-Quality Control Approach" শীর্ষক সেমিনার
11
Feb
2024
4.00 PM-6.00 PM
Council Hall, IEB Headquarter., Ramna, Dhaka -1000
সুধী,
পুরকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি., রবিবার, বিকাল ৪:০০টায়, কাউন্সিল হল, শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায়
"Load and Integrity Testing of Cast-In-Situ Bored Pile-Quality Control Approach" শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি : প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
স্বাগত বক্তব্য : প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।
মূল প্রবন্ধ উপস্থাপক : ডঃ প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ, অস্ট্রেলিয়া ।
বিশেষ অতিথি : বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. নুরুজ্জামান, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) আইইবি।
প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) আইইবি।
গেস্ট অব অনার : প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর ।
সভাপতির বক্তব্য: প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দি, চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ, আইইবি ।
ধন্যবাদ জ্ঞাপন : প্রকৌশলী সতীনাথ বসাক, ভাইস-চেয়ারম্যান, পুরকৌশল বিভাগ, আইইবি।
অনুষ্ঠান সঞ্চালনায় : প্রকৌশলী সৈয়দ শিহাবুর রহমান, সম্পাদক, পুরকৌশল বিভাগ, আইইবি।
সেমিনারে আপনি সাদরে আমন্ত্রিত।