"Life and Fire Safety for Sustainable Bangladesh” শীর্ষক সেমিনার


19

Feb

2024

3.00 PM - 5.00 PM

Council Hall, IEB Headquarter., Ramna, Dhaka -1000



সুধী,
যন্ত্রকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি., সোমবার, বিকাল ৩:০০ টায়, কাউন্সিল হল, শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায়
"Life and Fire Safety for Sustainable Bangladesh” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি : প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

স্বাগত বক্তব্য : প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।

মূল প্রবন্ধ উপস্থাপক : প্রকৌশলী মো. হাসমতুজ্জামান, ফায়ার ও ইলেকট্রিক্যাল সেফটি কনসালটেন্ট এবং ইউটিলিটি প্রফেশনাল।

সম্মানিত আলোচক : প্রকৌশলী আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ই/এম (পিএন্ডডি), গণপূর্ত অধিদপ্তর।

বিশেষ অতিথি : প্রকৌশলী নালিম কাউরা, মহাব্যবস্থাপক, হিলটি বাংলাদেশ।

প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি।

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. নুরুজ্জামান, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ), আইইবি।

সভাপতির বক্তব্য: প্রকৌশলী আহসান বিন বাসার (রিপন), চেয়ারম্যান, যন্ত্রকৌশল বিভাগ, আইইবি।

ধন্যবাদ জ্ঞাপন : প্রকৌশলী মো. মাসুদ রানা, ভাইস-চেয়ারম্যান, যন্ত্রকৌশল বিভাগ, আইইবি।

অনুষ্ঠান সঞ্চালনায় : প্রকৌশলী সুমন দাশ, সম্পাদক, যন্ত্রকৌশল বিভাগ, আইইবি ।

উক্ত সেমিনারে আপনি সাদরে আমন্ত্রিত।

More Events