শোক বার্তা
30 Dec 2026
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর Honorary Member, দীর্ঘদিনের অভিভাবকসুলভ পরামর্শদাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি. মঙ্গলবার সকাল ০৬:০০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনসহ বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর সরকারের মেয়াদে দেশের শিক্ষা, অর্থনীতি, অবকাঠামো, টেলিকমিউনিকেশন, নারী উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়।
আইইবি ও দেশের প্রকৌশল খাতের উন্নয়নে তাঁর অবদান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর সরকার প্রকৌশলীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় প্রকৌশলীদের অন্তর্ভুক্তকরণ এবং রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আইইবি'র সুপারিশ বাস্তবায়নে অব্যাহতভাবে সহযোগিতা করেন। বিশেষ করে, তৎকালীন ০৪টি বিআইটি (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী) কে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি) প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন, উদ্বোধন ও সহায়তা প্রদান, আইইবি সদর দফতরের অবকাঠামোগত উন্নয়নে একাধিকবার অর্থ বরাদ্দ এবং দেশব্যাপী আইইবি'র কেন্দ্র ও উপ-কেন্দ্রসমূহের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অব্যাহত সহযোগিতামূলক অবদান আইইবি'র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের প্রকৌশল সমাজসহ সমগ্র জাতির যে ক্ষতি হলো তা অপূরণীয়।
বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কাউন্সিলসহ দেশের প্রকৌশলী সমাজ গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
New Archive
- খাম মুদ্রণ কাজের জন্য দরপত্র আহ্বান
- Office Order
- Chawkbazar fire: IEB forms 6-member investigation committee
- IEB forms probe body to investigate Banani fire incident
- Innovate for development
- Innovate for development
- "Role of Biomedical Engineering in the 4th Industrial Revolution"
- IEB's 71st founding anniversary today
- IIFT and Doha Mahfil held at IEB
- Textile engineers should be interested in self-employment
Check your status in the Final Voters list